বিজ্ঞানের স্বরূপ: উদাহরণসহ যুক্তি এবং পরীক্ষানিরীক্ষার গুরুত্ব; আরোহী এবং অবরোহী যুক্তি; পদার্থবিদ্যার সূত্রগুলির চারিত্রিক বৈশিষ্ট্য ('Universality / সর্বজনীনতা'-সহ); বিজ্ঞান ও অপবিজ্ঞানের পার্থক্য।
লেখার তালিকা: ইউনিট - ১
মহাবিশ্ব: কোপার্নিকান বিপ্লব; কেপলারের সূত্র ও সৌরজগত, গ্যালিলিও এবং দূরবিন-নির্ভর জ্যোতির্বিদ্যার জন্ম
আধুনিক পর্যবেক্ষণসমূহ: নক্ষত্র ও ছায়াপথ; নক্ষত্রদের জীবনচক্র; মহাবিশ্বের জন্ম, বিগ ব্যাং ও হাব্ল্ প্রসারণ, কৃষ্ণবস্তু ও কৃষ্ণশক্তি; প্রাণের সূচনা ও বহির্গ্রহ
লেখার তালিকা: ইউনিট - ২ ... (আসিতেছে!)
পদার্থ: অণু ও পরমাণু: পর্যায়সারণীর ভৌত-ভিত্তি; তাপশক্তি ও তাপগতিবিদ্যা: গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে সাধারণ ধারণা; আদর্শ ও বাস্তব গ্যাসের পার্থক্য; তাপগতিবিদ্যার তিনটি সূত্র; এনট্রপি-র ধারণা তেজস্ক্রিয়তা: আলফা, বিটা ও গামা ক্ষয়; রঞ্জন রশ্মির ধর্ম পরমাণুর গঠন: ইলেকট্রন;, নিউক্লিয়াস: প্রোটন ও নিউট্রন; কণা-পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেল-এর উল্লেখ ও বিক্রিয়ার বর্ণনা
লেখার তালিকা: ইউনিট - ৩ ... (আসিতেছে!)
বল: পতনশীল বস্তুর সূত্র, জাড্য, মহাকর্ষ, তড়িৎ-চৌম্বকত্ব, আলো ও তার দ্বৈত প্রকৃতি, কোয়ান্টাম বলবিদ্যার আণুবীক্ষণিক জগত, বিশেষ ও সাধারণ আপেক্ষিকতাবাদ (সংক্ষিপ্ত ও গুণগত বর্ণনামাত্র)।
লেখার তালিকা: ইউনিট - ৪
Introduction to Astronomy: From Darkness to Blazing Glory - J. W Scott, JAS Educational Publications
আধুনিক বিজ্ঞানের ক্রমবিকাশ: সম্পাদনা -- সুশান্ত মজুমদার, ভূপতি চক্রবর্তী; অনুষ্টুপ প্রকাশনী
আন্তর্বিভাগীয় পদার্থবিদ্যা
Reviewed by সুনন্দ
on
6:47 PM
Rating: 5
No comments
মন খুলে মন্তব্য করুন। আমাদের সময়-সুযোগ মতো মডারেশন হয়, তাই মন্তব্য এই পাতায় ফুটে উঠতে কিছু সময় লাগতে পারে। নইলে নিশ্চিন্ত থাকুন, খুব খারাপ কিছু বা স্প্যাম না করলে, মন্তব্য ঠিক বেরোবে এই পাতায়।
No comments
মন খুলে মন্তব্য করুন। আমাদের সময়-সুযোগ মতো মডারেশন হয়, তাই মন্তব্য এই পাতায় ফুটে উঠতে কিছু সময় লাগতে পারে। নইলে নিশ্চিন্ত থাকুন, খুব খারাপ কিছু বা স্প্যাম না করলে, মন্তব্য ঠিক বেরোবে এই পাতায়।